আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়া৷ সোমবার রাশিয়ার স্ট্যাভরোপোল প্রদেশের একটি গ্রামে বিস্ফোরণটি ঘটে৷ স্ট্যাভরোপোলের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বলেন, এদিন থানায় বিস্ফোরণটি ঘটানো হয়৷ পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়৷ এর মধ্যে একটি ছিল আত্মঘাতী বিস্ফোরণ৷ তবে এদিনের ঘটনায় কোনো হতাহতের খবর নেই৷ এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি৷
স্থানীয় কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মোট চারটি বিস্ফোরণ ঘটানো হয়৷ এর মধ্যে তিনটি ছিল আত্মঘাতী বিস্ফোরণ৷ এক প্রত্যক্ষদর্শীর কথায়, এদিন মোট পাঁচটি বিস্ফোরণ ঘটানো হয়েছে৷
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই