সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ১১:৪৪:৪৬

জ্বালানি সংকটে নাইজেরিয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জ্বালানি সংকটে নাইজেরিয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি নাইজেরিয়ায় জ্বালানি সংকটের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবহন সংকট দেখা দেওয়ায় ক্লাস ও অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নাইজেরিয়ার লাগোস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জ্বালানি ও পরিবহন সংকটের সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় আজ শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত কয়েকদিন ধরে পরিবহন সমস্যা দূরীকরণের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছিল লাগোস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ত্যাগ করার জন্য দেওয়া নোটিশে বলা হয়েছে, পানি ও বিদ্যুতের নাজুক সরবরাহ এবং জ্বালানি সংকটের কারণে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আসতে পারছে না। এতে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের অস্থিরতার কাজ করছে। ফলে সাময়িকভাবে ক্লাস ও শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা যেন ভেঙে না পড়ে তাই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে এমন পরিস্থিতে ক্যাম্পাস ত্যাগে অস্বীকৃতি জানিয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীদের একাংশ।

দেশটির জুনিয়র তেলমন্ত্রী ইমানুয়েল কাচিকোও চলতি সপ্তায় হুঁশিয়ারি দিয়েছিলেন, দেশে চলমান জ্বালানি সমস্যার সমাধান না হলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।
১১এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/অন্তু/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে