আন্তর্জাতিক ডেস্ক : ভারতের এক আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে নিজের স্ত্রীর গলা কেটে ফেলেছেন আসামী নাগেন্দ্র বাবু। গত সোমবার হায়দ্রাবদের এক আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে হাদরাবাদের রাজেন্দরনগরের একটি আদালতে। আদালতে স্বামী নাগেন্দ্র বাবুর বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী সৌজানিয়া। সেই মামলার এক আইনি প্রক্রিয়ায় অংশ নিতে সোমবার তারা আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু আদালত প্রাঙ্গনেই স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েন নাজেন্দর। তিনি ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে পালিয়ে যান।
প্রকাশ্য দিবালোকে এই পাশবিক ঘটনা ঘটলেও কেউ তাকে বাধা দেয়ার চেষ্টা করেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামশা দেখেছে। পরে গুরুতর আহত অবস্থায় সৌজনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস