মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৫:৩৬:৫২

চাইলে প্রতিবেশী দেশগুলোকে পরমাণু সহযোগিতা দেয়া হবে : ইরান

চাইলে প্রতিবেশী দেশগুলোকে পরমাণু সহযোগিতা দেয়া হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আনবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে পরমাণু ক্ষেত্রে সহযোগিতা দেয়ার পরিকল্পনা করেছে ইরান। যদি তারা উৎসাহি হয় তাহলে ভবিষ্যতে এ পরিকল্পনা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

ইরানের আরবি চ্যানেল আল-আলমের একটি অনুষ্ঠানে বেহরুজ কামালবান্দি  এসব কথা বলেন। তিনি বলেন, পরমাণু ক্ষেত্রে সহযোগিতার পরিকল্পনা ইরানের আছে এবং সহযোগিতা বিস্তার ঘটানোর জন্য তা ভবিষ্যতে কার্যকর করা হবে।

পারস্য উপসাগরীয় দেশগুলোকে তেল এবং গ্যাসের অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, ইরানের তৈরি সেন্ট্রিফিউজ খুবই যুক্তিসঙ্গত খরচে আঞ্চলিক উন্নয়নে সহায়তা করবে। পারস্য উপসাগরীয় দেশগুলোকে এজন্য নিজেদের মধ্যে সহযোগিতার একটি পদ্ধতি বের করতে হবে।

এইওআই’র মুখপাত্র বলেন, পাশ্চাত্য বিশেষ করে আমেরিকা ইরান নিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়ার প্রকল্পের অংশ হিসেবে তেহরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘সামরিক’ হিসেবে তুলে ধরতে চাইছে। এ জাতীয় তৎপরতায় প্রতারিত না হওয়ার আহ্বানও জানান তিনি।-আইআরঅাইবি
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে