মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৬:২৩:২৩

অতঃপর এখন থেকে পাওয়া যাবে ২৫১ টাকার সেই স্মার্টফোন

অতঃপর এখন থেকে পাওয়া যাবে ২৫১ টাকার সেই স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক : ২৫১ টাকায় ফোন! সে-ও আবার স্মার্টফোন! ব্যাপারটা ছিল গোলমেলে। তারপরও এমনটাই লঞ্চ করে একটি ফোন কোম্পানি তাদের ‌‘ফ্রিডম ২৫১’ মডেলের নতুন এই ফোনটি।

তবে দুঃখের বিষয় হলো, ফ্রিডম ২৫১ লঞ্চ করার সঙ্গে সঙ্গেই এত উত্‌সাহিত হয়ে পড়েছিলেন গোটা দেশের মানুষ। লক্ষ লক্ষ বুকিং করে ফেলেছিলেন। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে নানান বিতর্কে জড়িয়ে পড়ে ‘ফ্রিডম২৫১’। তবে আবার আশার আলো দেখাচ্ছে তারা।

খুব শীঘ্রই হাতে পেতে চলেছেন রিংগিং বেলস কোম্পানির সবচেয়ে কমদামী স্মার্টফোন ‘ফ্রিডম২৫১’। আদালতে রিংগিং বেলসের নামে অভিযোগ জানিয়েছিলেন এক বিজেপি নেতা।

তার অভিযোগের ভিত্তিতে বিচারক জানিয়েছেন যে, যদি ২৫০ টাকায় স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে পারে রিংগিং বেলস, তাহলে তাদের ওপরে আসা সব অভিযোগ তুলে নেওয়া হবে।

তাই এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে উঠেপড়ে কাজে লেগেছেন রিংগিং বেলসের ডিরেক্টর মোহিত গোয়েল এবং প্রেসিডেন্ট অশোক চাড্ডা। এত কিছুর পরেও এবার এটাই দেখার যে, কত তাড়াতাড়ি ফ্রিডম২৫১ হাতে আসে।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে