আন্তর্জাতিক ডেস্ক : টিভিতে নিজের চেহারা দেখানো এখন আর নতুন কিছু নয়। কিন্তু বর্তমান সময়ে নয়া ট্রেন্ড হল সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা। সেক্ষেত্রেও জারিজুরি করতে হয়। দরকার সকলের থেকে একটু ভিন্ন রকমভাবে নিজেকে উপস্থাপন করা। আর এর কারণেই চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক কলেজ ছাত্রী। আবার সেই সোশ্যাল মিডিয়াতেই জনপ্রিয়তার লোভে সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করলেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাটি ঘটেছে চীনের ফোসান এলাকায়। গত শনিবার বন্ধুদের সঙ্গে ফোসানে বেড়াতে গিয়েছিল ওই তরুণী। একটি ট্রেন আসতে দেখে ছুটে গিয়ে দাঁড়ায় লাইনের সামনে। উদ্দেশ্য ছিল চলন্ত ট্রেনের একদম গা ঘেঁষে সেলফি তোলা। এই লক্ষ্যে ট্রেনের হর্ন বা বন্ধুদের উপদেশ কোনোকিছুতেই কর্ণপাত করেনি। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের হাওয়ায় লাইনের দিকে চলে যায় তার শরীর। নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি সেলফিতে মগ্ন ওই তরুণী। মুহূর্তেই মৃত্যু হয় তার।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই