আন্তর্জাতিক ডেস্ক : আনন্দ-ফূর্তিতেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠান যদি লড়াইয়ের মধ্যদিয়ে শেষ হয় তাহলে তো গুঁড়েবালি। চীনে এমন এক বিয়ে শেষ পর্যন্ত গড়িয়েছে লড়াইয়ের ময়দানে।
সেই লড়াইয়ে ছুরিসহ ধারালো অস্ত্র ও বোমা নিয়ে লড়াই করে দু’পক্ষ। রোববার দেশটির গুয়াজি প্রদেশে এ ঘটনা ঘটে।
গুয়াংজিতে কুইস ও লিন পরিবারের মধ্যে লড়াইটা দীর্ঘদিনের। দুর্ভাগ্যক্রমে রোববার একইদিন ছিল উভয় পরিবারের বিয়ের অনুষ্ঠান। বরযাত্রী নিয়ে উভয় পরিবার একই সময় একই রাস্তা দিয়ে যাচ্ছিল।
রাস্তাটি সরু হওয়ায় পাশাপাশি দুই পক্ষের লোকজনের পক্ষে একসঙ্গে যাওয়া মুশকিল হয়ে পড়ে। তবে কোনো পক্ষই রাস্তা থেকে সরে দাঁড়িয়ে ছাড় দিতে রাজি নয়।
এরই মধ্যে রাস্তার ওপর লিন পরিবারের লোকজন বিয়ে উপলক্ষে তোরণ নির্মাণ করেছিল। কুইস পরিবারের লোকজন তার নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করে।
এতে লিন পরিবারের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাস্তার ওপর চার ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে ধারালো অস্ত্র ও হাতে তৈরি বোমা ব্যবহার করা হয়।
তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তবে শেষ পর্যন্ত বিয়ে দুটির কি অবস্থা তা জানা যায়নি।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম