মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৮:৪০:৫১

অপমানে আত্মহত্যা করলেন নেতার স্ত্রী

অপমানে আত্মহত্যা করলেন নেতার স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন স্থানীয় কংগ্রেস নেতার স্ত্রী৷ ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদ জেলার কান্দি থানার কান্দি পুরসভা ৮ নম্বর ওয়ার্ডের উমাপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে,  মৃতের নাম চৈতালি বিবি (৩০)।  স্বামী আজিজুল হক স্থানীয় কংগ্রেস নেতা এবং ২০১৫ সালে কান্দি পৌরসভা কংগ্রেসের ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গত কয়েক মাস ধরে আজিজুল হকের নামে পুলিশ মিথ্যা মামলা রুজু করে বলে অভিযোগ ওঠে৷ আজিজুল হকের নামে দেবজ্যোতি রায় অপহরণের অভিযোগসহ বিভিন্ন মামলায় ‘ফাঁসানো’ হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

সোমবার রাতে কান্দি থানার কর্তব্যরত পুলিশ তার বাড়িতে ঢুকে অত্যাচার করে বলে অভিযোগ।  পুলিশের ‘অপমান’ ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে চৈতালি বিবি নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ৷

মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  পুলিশের বিরুদ্ধে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন পরিবারের সদস্যরা।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে