আন্তর্জাতিক ডেস্ক : যদি পাশের বাড়ি থেকে অনুমতি দেয়া হয়, তাহলে ঠিক আছে। তবে অনুমতি না নিয়ে অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা আদতে ইসলাম-বিরোধী। এমনটাই ফতোয়া জারি করা হয়েছে দুবাইয়ের ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে।
ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইট রয়েছে। সেখানেই অনলাইনে এবিষয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন। তার উত্তরে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ‘আপনার প্রতিবেশী যদি আপনাকে তার ওয়াই-ফাই ব্যবহার করার অনুমতি দেন তাহলে ঠিক আছে। নয়ত অন্যের বাড়ি থেকে নিয়ে তাদের অজান্তে ওয়াই-ফাই ব্যবহার করা ধর্মবিরোধী।’
গত কয়েক বছরে একাধিক ফতোয়া জারি করেছে এই সংগঠন। তারা অনলাইনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। কসমেটিক সার্জারি করা কিংবা অবৈধভাবে সিনেমা ডাউনলোড করাকেও ইসলাম-বিরোধী বলে ব্যাখ্যা দেয়া হয়েছে।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই