আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের গ্রীষ্কাকাল আসার আগেই এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। রেকর্ড অনুযায়ী সোমবার তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা ভারতে গ্রীষ্মকাল আসার আগে যে কোন সময়ের তাপমাত্রার চেয়ে বেশি বলে জানিয়েছে বিবিসি আবহাওয়া প্রতিবেদক পিটার গিবস।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাধারণত গ্রীষ্মকালে ভারতে তাপমাত্রা খুব বেশিই হয়ে থাকে। তবে এ বছর এই তাপমাত্রা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর এপ্রিলে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তারা। মে মাস আসতেই সেটা বেড়ে গেছে উল্লেখ্যযোগ্য হারে। তাপমাত্রা এখনো বাড়ছে। গ্রীষ্মে এই তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুয়ে ফেলবে বলেও আশংকা করা হচ্ছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে প্রচন্ড তাপদাহে শতাধিক লোক মারা গেছে। চলমান এ বৈরী আবহাওয়ায় তেলেঙ্গানায় ৬৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর এলাকার কাদাপায় প্রচণ্ড গরমে মারা যায় আরো ১৬ জন।-বাংলামেইল
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই