বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৩:৫৭:১৪

নারীদের গাড়ি চালানো নিয়ে যা বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

নারীদের গাড়ি চালানো নিয়ে যা বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন-আব্দুল্লাহ আল-শেখ বলেছেন, নারীদের গাড়ি চালানো শয়তানের কাছে নারীদের প্রকাশ করার শামিল। খবর ব্রিটেনের দ্য ইনডিপেন্ডেন্টের।

সৌদির ধর্মীয় টিভি চ্যানেল আলমাজদে বলেন, ‘শয়তানের কাছে নারীদের নিজেদেরকে প্রকাশ করা খুবই বিপজ্জনক হবে।’

তিনি বলেন, চরিত্রহীন মানুষেরা নারী গাড়িচালকদের ক্ষতির কারণ হতে পারে। যদি তাদের সঙ্গী ছাড়া গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় পরিবারের লোকজন জানতে পারবে না নারী সদস্য কোথায় এবং কিভাবে রয়েছে।

ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, নারী অধিকারের বিষয়টি এই অতি রক্ষণশীল ইসলামিক দেশটিতে একটি আলোচিত বিষয়। যদিও নারীদের গাড়ি চালানো সেদেশে আইনত অবৈধ নয় কিন্তু নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেওয়া হয় না।

গত বছর লওজাইন আল-হাথোল নামে এক নারী আন্দোলন কর্মীকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আইন অমান্য করে গাড়ি চালানোর অভিযোগে তাকে এ সাজা দেওয় হয়।

দেশটিতে সম্প্রতি নারী অধিকারের কিছুটা উন্নয়ন হয়েছে। গত বছর ডিসেম্বরে প্রথমবারের মতো পৌরসভার ভোটে নারীদের ভোটাধিকার দেওয়া হয়।

পুরুষশাসিত সৌদি আরবে নারীরা নিজের ইচ্ছায় বিয়ে, একা ভ্রমণ, উচ্চশিক্ষা গ্রহণ করা এবং পরিবারের অভিভাবক ছাড়া পাসপোর্ট তৈরি করতে পারে না।

দ্য ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, নারী অধিকারের বিপক্ষে বেশ কড়া ভাষায় কথা বলেন সৌদি গ্র্যান্ড মুফতি। এর আগে মার্চে মুসলিম নারীদের দাবা খেলাকে নিষিদ্ধ করে ফতোয়া দেওয়ায় বেশ আলোচিত ও সমালোচিত হন তিনি।
১৩/৪/১৬/এমটিনিউজ২৪/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে