বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৪:২৩:০৬

ছোট্ট মেয়েটি বলছিল, বাবাকে বাঁচাও!

ছোট্ট  মেয়েটি বলছিল, বাবাকে বাঁচাও!

আন্তর্জাতিক ডেস্ক: ছোট্ট  মেয়েটি ফোন করে বারবার বলছিল, বাবাকে বাঁচাও! ঠিকানা বলতে পারছিল না। বলছিল সিঁথিতে থাকি।

মঙ্গলবার সকালে কলকাতার লালবাজারের ১০০ ডায়ালে এরকমই একটা ফোন পেয়ে চমকে যান পুলিশ কর্মকর্তারা। ফোনের নম্বর ধরে বাড়ির ঠিকানা বার করা হয়। তারপর সিঁথি থানার পুলিশ সদস্যদের পাঠানো হয় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

পুলিশসূত্রে জানা গেছে, সকাল ৮:৫০ নাগাদ ফোন আসে। পুলিশের এক কর্মী শুনতে পান, উল্টো দিক থেকে একটি বাচ্চা মেয়ের কণ্ঠ বলছে, বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। বাবা গায়ে আগুন দিতে গেছে। বাবাকে বাঁচাও। কিন্তু বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও বাড়ির ঠিকানা বলতে পারছিল না মেয়েটি। শুধুই বলছিল সিঁথিতে থাকি। এরপর ফোন নম্বর ধরে বাড়ির ঠিকানা খুঁজতে শুরু করেন পুলিশ কর্মকর্তারা। অল্প সময়ের মধ্যেই বাড়ির ঠিকানা জানতে পারেন তাঁরা। খবর যায় সিঁথি থানায়। সেখান থেকে পুলিশ সদস্যরা সরাসরি চলে যান ওই বাড়িতে।

হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয়েছে। গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার এরকমই উল্লেখযোগ্য কাজ করেছে ১০০ ডায়াল। কয়েকদিন আগে এরকমই একটি ঘটনা ঘটেছিল কলকাতার বাসে। বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্যতা করছিল এক যুবক। কারো কথাই সে শুনছিল না। সে সময় মুনশিয়ানার পরিচয় দিয়ে বাসের এক যাত্রী ফোন করেন ১০০ ডায়ালে। নিজেদের অবস্থান জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে লালবাজার থেকে ওই এলাকার সংশ্লিষ্ট ট্রাফিক কর্মীকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। নেওয়া হয় কড়া ব্যবস্থা। যদিও কয়েকবার এই ডায়ালের বিরুদ্ধেই কিছু অভিযোগও এসেছে। কিন্তু আজকের ঘটনায় পুলিশ সদস্যরা অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।‌‌‌-আজকাল
১৩/৪/১৬/এমটিনিউজ২৪/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে