ভোপাল: বাইক ছিল তাঁর নেশা। সেই বাইকই প্রাণ কেড়ে নিল ভিনু পালিওয়ালের। ভারতের ডাকসাইটে মহিলা বাইকার। কাশ্মীর থেকে কন্যাকুমারী বাইক সফরে বেরিয়েছিলেন।
সোমবার মধ্যপ্রদেশের গেয়ারাপুরের কাছে এক পথ দুর্ঘটনায় নিহত হলেন ৪৪ বছরের এই বাইকার। আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হার্লে ডেভিডসন বাইক। ছিটকে পড়েন ভিনু। বিদিশার এক হাসপাতালে তাঁর সঙ্গী তাঁকে ভর্তি করেন। তবে শেষরক্ষা হয়নি।
ভিনু বড় হয়েছেন রাজস্থানে। কলেজে পড়ার সময় বাইক চালানোর নেশা চাপে। সারাজীবন নিরাপদে বাইক চালানোর প্রচার করেছেন। গোটা দেশে তাঁর বাইক–সফর নিয়ে তথ্যচিত্র তৈরি করছিলেন। বিবাহবিচ্ছিন্না ভিনুর দুই সন্তান রয়েছে।-আজকাল
১৩/৪/১৬/এমটিনিউজ২৪/এএম