বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৮:৫৬:৩০

মহানবী (স.) মহড়া শুরু, পর্যবেক্ষণে ১০ ড্রোন

মহানবী (স.) মহড়া শুরু, পর্যবেক্ষণে ১০ ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক : বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তিন দিনের এই মহড়া মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ মহড়ার নাম দেয়া হয়েছে- মহানবী হজরত মোহাম্মাদ (স.)।

দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিশাল এলাকাজুড়ে এ মহড়া চলছে। ১০টি ড্রোনের সাহায্যে মহড়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

মহড়ায় এই প্রথমবারের মতো ‘হেমাসে’ (বীরত্বগাথা) ড্রোন ব্যবহার করা হচ্ছে। দুই বছর আগে ড্রোনটি উদ্বোধন করা হয়। ‘হেমাসে’ ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ তৎপরতার পাশাপাশি হামলাও চালানো সম্ভব। এটি অনেক উচ্চতায় অবস্থান করে দীর্ঘ সময় ধরে অভিযান চালাতে পারে।

আজকের মহড়ায় ‘হেমাসে’ ড্রোনের পাশাপাশি মোহাজের, আবাবিল ও শাহেদ ড্রোনও অংশ নিচ্ছ। এর আগে আইআরজিসি’র পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, আইআরজিসি’র প্রস্তুতি জোরদারের পাশাপাশি সমর শক্তি প্রদর্শন, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কিছু সামরিক কৌশল প্রয়োগ করাই হলো এ মহড়ার লক্ষ্য। ইরান প্রতি বছরই এ ধরনের একাধিক সামরিক মহড়ার আয়োজন করে থাকে
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে