বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০২:৪৩:২৫

লাশের হাত থেকে আংটি চুরি, কি ঘটল চোরের ভাগ্যে?

লাশের হাত থেকে আংটি চুরি, কি ঘটল চোরের ভাগ্যে?

আন্তর্জাতিক ডেস্ক : অন্ত্যেষ্টিক্রিয়া ঘরে রাখা লাশের হাত থেকে চুরি হয়েছে তার বিয়ের আংটি। ঘরের সিসিটিভির ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে। সেই ফুটেজ দেখে মৃতের নাতনি এই চুরির খবর প্রকাশ করেছেন। ৮ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ ঘটনাটি ঘটেছে।

ফুটেজে দেখা যায়, ওডেসা অন্ত্যেষ্টিক্রিয়া ঘরে কফিনে রাখা ৮৮ বছর বয়সী লুইজ হাইকস লাইংয়ের লাশের নিকট হঠাৎ করেই এক মহিলা গিয়ে দাঁড়ান এবং হাইকসের হাত থেকে তার বিয়ের আংটি খুলে পকেটে পুরে ঘর থেকে বের হয়ে যান। এরপর ওই নারী গাড়ি চালিয়ে ওই এলাকা ত্যাগ করেন।

হাইকসের নাতনির অভিযোগের ভিত্তিতে ওডেসা পুলিশ বিভাগ সিসিটিভির এই ফুটেজ নিয়ে তদন্ত শুরু করে এবং শনিবার ওই নারীকে চিহ্নিত করে।

গতকাল মঙ্গলবার ৪১ বছর বয়সী কালিন হোমফেল্ড নামের অভিযুক্ত ওই নারীকে তার কর্মস্থল থেকে আটক করেছে ওডেশা পুলিশ।

পুলিশ জানিয়েছে, হোমফেল্ড যে আংটিটি চুরি করেছে তার মূল্য মাত্র ১০ ডলার। তবে আংটিটি পুলিশ উদ্ধার করেছে কিনা তা প্রকাশ করা হয়নি। -এপি
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে