আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আজ (বুধবার) সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে যখন আলোচনা চলছে তখনি এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিরিয়ায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে।
স্থানীয় সময় সকাল ৭টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয়েছে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত তা খোলা থাকবে বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে। সকালে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রয়োজনে ভোটগ্রহণের সময় আরো পাঁচ ঘণ্টা বাড়াবে দেশটির নির্বাচন কমিশন।
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সাত হাজার তিনশ’র বেশি ভোটকেন্দ্র খোলা হয়েছে। দেশটির সংসদের আড়াইশ’ আসনের বিপরীতে সাধারণ নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বিরোধী দলগুলোও অংশ নিচ্ছে। তবে ক্ষমতাসীন বাথ পার্টির জয়ের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। এ নির্বাচন অবৈধ বলে দাবি করছে ওই সব গোষ্ঠী।-আইআরআইবি
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই