বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৭:৫০:৩১

১২ বছর বয়সী কিশোর যেভাবে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট হলেন!

১২ বছর বয়সী কিশোর যেভাবে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট হলেন!

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হতে পেরেছে ৪ জন। কিন্তু চলতি সপ্তাহে ব্রিসবেনের ১২ বছর বয়সী এক কিশোর নিজেকে দাবি করেছে ৫ম প্রধানমন্ত্রী বলে। সেটা এমনকি বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং অন্য কেউই জানতো না ব্যাপারটা।

এই খবর নিয়ে কোন ব্রেকিং নিউজ হয়নি, হেডলাইন হয়নি এবং হয়নি কোন রাজনৈতিক চালাচালি। ওরলে ফেনেলন নামের এই কিশোর শুধু মাত্র উইকিপিডিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নামের তালিকায় বসিয়ে দিয়েছে নিজের নাম। ঐ সাইটের হর্তাকর্তারা পর্যন্ত খেয়াল করেনি যে সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। ২ দিনের জন্য প্রেসিডেন্ট বনে গিয়েছিলেন ওরলে।   

বিবিসি নিউজবিটের সাথে কথা বলার সময় ওরলে ব্যাখ্যা করে বলেন, ‘আমরা বন্ধুরা মিলে কথা বলছিলাম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। তখন হঠাৎ চিন্তা করলাম এই কাজ করার। আমি প্রথমে ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছে এবং তারপরে উইকিপিডিয়া এডিট করেছি।’ ওরলে ভেবেছিল এটা হয়তো দ্রুত আবার শুধরে দেয়া হবে। কিন্তু হয়নি।

ওরলে রসিকতা করে আরো বলেছে, ‘আমি আসলে চিন্তা করে ঠিক করেছিল যে, যদি কেউ অস্ট্রেলিয়ার রাজনীতি নিয়ে কথা বলে তাহলে যেন আমার নাম সেখানে চলে আসে। তবে যে সময়টুকু আমি প্রধানমন্ত্রী ছিলাম ঐ সময়ে তেমন কিছুই ঘটেনি। খুব শান্ত ছিল সবকিছু।’-বাংলামেইল
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে