আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পের ভয়ে তিন তলা থেকে নিচে লাফ দেন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের দুই ছাত্র। তার পরে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। যদিও হায়দরাবাদে বুধবার ভূমিকম্প অনুভূতই হয়নি।
এদিন সন্ধে সাড়ে সাতটার দিকে কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। সাবির হোসেন ও আজাদ হোসেন তখন কলকাতা থেকে বহুদূরে। হায়দরাবাদে প্রতিদিনের মতো এদিনও সন্ধায় বাড়ির লোকজনের সঙ্গে তারা ফোনে কথা বলছিলেন। সেই সময়তেই বাড়ির লোকজনরা বলে ওঠেন, কলকাতায় ভূমিকম্প হচ্ছে। আর দুই ছাত্র কিচ্ছু বিচারবিবেচনা না-করে তিন তলা থেকে লাফ দেন নিচে। তারা গিয়ে পড়েন পার্শ্ববর্তী পুকুরে। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রাণহানির আশঙ্কা না-থাকলেও একজন কথা বলতে পারছেন না। আর একজনের হাতে চোট লেগেছে। চিকিৎসার খরচ বহন করবে তাদের কলেজ।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই