আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি দেশ সৌদি আরবের বিরুদ্ধে আরো গুরুত্বর অভিযোগ তুলল প্রতিদ্বন্দ্বী শিয়া দেশ ইরান। দেশটির বলেছে, সৌদির সাবেক যুবরাজ প্রিন্স মুকরিন বিন আবদুল আজিজ বলেছেন, পাকিস্তানের ইরান-বিরোধী সশস্ত্রগোষ্ঠীকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ সরবরাহ করেছে তার দেশ। কুয়েতের অনলাইন সংবাদপত্র আলান গতকাল এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবের আবহাওয়া ও পরিবেশ বিভাগের সাবেক প্রধান তুর্কি বিন নাসের বিন আবদুল আজিজ এ কথা জানিয়েছেন। রিয়াদের কিং ফয়সাল স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসারত সাবেক প্রতিরক্ষা এবং বিমান উপমন্ত্রী আবদুল-রহমান বিন আবদুল আজিজকে দেখতে যেয়ে সাবেক যুবরাজ এ মন্তব্য করেন।
সৌদি সামরিক সূত্রের বরাত দিয়ে মুকরিন জানান, ইরানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসীদের জন্য গোলাবারুদ পাঠিয়েছে সৌদি আরব। সি-১৩০ বিমান করে এ সব গোলাবারুদ পাঁচ পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বেলুচিস্তানের দালবানদিন বিমানবন্দরে এ সব গোলাবারুদ নামানো হয়েছে। ১৯৮০’এর দশকে সৌদি আরব এ বিমানবন্দর তৈরি করে দিয়েছিল।
এ ছাড়া, কুয়েতের মাধ্যমেও ইরানের খুজেস্তান প্রদেশের সীমান্ত সংলগ্ন ইরান-বিরোধী সশস্ত্রগোষ্ঠীগুলোর জন্য একইভাবে গোলাবারুদ পাঠানো হয়েছে। সৌদি আরবের এ জাতীয় অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুকরিন। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার ওপর এ জাতীয় তৎপরতার বিরূপ প্রভাব পড়বে।
বিশ্বব্যাপী ওয়াহাবি মতবাদের পেছনে সৌদি আরব ১০,০০০ কোটি ডলার ব্যয় করেছে। ইরাক ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থানের সঙ্গে এ মতবাদের সরাসরি সম্পর্ক রয়েছে। সূত্র: রেডিও তেহরান
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস