বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৯:১৮:৩২

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর যে গোপন মিশন ফাঁস করলেন পাক সেনা প্রধান

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর যে গোপন মিশন ফাঁস করলেন পাক সেনা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এর গোপন তৎপরতার কথা প্রকাশ করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। তিন দাবি করেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসিসহ পাকিস্তানকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছে ‘র’। তারা বেপরোয়াভাবে এ তৎপরতায় জড়িত রয়েছে।

গোয়াদারে অনুষ্ঠিত ‘বেলুচিস্তানে শান্তি ও সমৃদ্ধি এবং সিপিইসি’ শীর্ষক এক সেমিনারে এসব দাবি করেন রাহিল শরীফ। সিপিইসি-কে আঞ্চলিকভাবে সফল করে তোলার জন্য পাক সেনাবাহিনী সব প্রচেষ্টা গ্রহণ করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় পাকিস্তানের উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে পাক সেনাবাহিনীর ‘জারবে আজব’ নামের অভিযান সম্পর্কে কথা বলেন জেনারেল রাহিল। সেনা অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে