শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০২:০৫:৪০

৬০০ ফুট পাহাড় থেকে বান্ধবীকে প্রেমের প্রস্তাব!

৬০০ ফুট পাহাড় থেকে বান্ধবীকে প্রেমের প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের প্রস্তাব দেওয়ার মুহূর্তটিকে স্মরণীয় রাখতে অনেকেই অনেক অভিনব কাণ্ড ঘটিয়ে থাকেন। কিন্তু তাই বলে ৬০০ ফুট খাড়া পাহাড়ের ঢালের উপর চড়ে বান্ধবীকে প্রেমের প্রস্তাব! অবাক হতেই হবে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে মার্কিন মাইকেল ব্যাংক এই কাণ্ডটি করেন। অবশ্য পরিণামে মোটা টাকা জরিমানাও গুণতে হয়েছে তাকে।

২৭ বছর বয়সী ওই যুবক ৬০০ ফুট খাড়া পাহাড়ের ঢালে চড়ে ভিডিও অ্যাপের মাধ্যমে বান্ধবীকে প্রেম নিবেদন করেন। আর তাতে সায়ও দেন মেয়েটি। এরপর খুশিতে আত্মহারা মাইকেল পাহাড় থেকে নামতে গিয়ে বিপদে পড়ে যান। এমন অবস্থায় হেলিকপ্টার ডেকে তাকে উদ্ধার করা হয়। আর উদ্ধার কাজের পুরো খরচ জরিমানা হিসেবে মাইকেলের পকেট থেকেই গেছে।-বিডিপ্রতিদিন
১৫/০৪/১৬/এমটিনিউজ২৪/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে