শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৩:০০:৩৯

"জীবনে উন্নতির জন্য প্রিয়াঙ্কাকে প্রয়োজন নেই"

আন্তর্জাতিক :  জীবনে উন্নতি করার জন্য স্ত্রীকে প্রয়োজন নেই। এমমই জানালেন প্রিয়াঙ্কা গাঁধীর স্বামী রবার্ট ভদ্র।

পেশায় ব্যবসায়ী রবার্ট জানান, রাজনৈতিক হোক বা যে কোনও চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তাঁর। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাতা বলেন, আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি। (আমার ওপর) যতই চাপসৃষ্টি করা হোক না কেন, আমাকে যতই অপমান করা হোক না কেন, আমি এই দেশ ছাড়ব না। সরকার যা খুশি বলতেই পারে, তাকে হজম করার ক্ষমতা আমার আছে। আমার পরিবার খুবই ভাল এবং তাদের মনের জোর অসামান্য। তারাই আমাকে শক্তি জোগায়।

রাজনৈতিক ও সামাজিক জীবনে স্ত্রী প্রিয়াঙ্কার তুলনায় রবার্টকে বরাবর পেছনের সারিতেই দেখা গিয়েছে। এদিন একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই প্রসঙ্গ ওঠায় ভডরা বলেন, নিজের জীবনে উন্নতি করার জন্য আমার স্ত্রীকে প্রয়োজন নেই। তিনি যোগ করেন, আমার যথেষ্ট আছে। আমার চিরকালই যথেষ্ট ছিল। আমার বাবা আমাকে যথেষ্টই দিয়েছেন। সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমার শিক্ষা রয়েছে।

সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যাবে কি না এই প্রশ্ন করায়, রবার্ট বলেন, কখনই না, এমনটা বলব না। দেখা যাক ভবিষ্যতে কী হয়। প্রসঙ্গত, এর আগে শ্বাশুড়ি সনিয়া গাঁধী এবং শ্যালক রাহুল গাঁধীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে ভডরাকে। যদিও, কখনও মঞ্চে ভাষণ দিতে বা রাজনৈতিক বৈঠকে অংশ নেননি প্রিয়ঙ্কার স্বামী।-এবিপি
১৫/৪/১৬/এমটিনিউজ২৪/এএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে