আন্তর্জাতিক ডেস্ক : চীনের গুয়ানডং প্রদেশে ক্রেন দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।
বুধবার দেশটির গুয়ানডং প্রদেশে তীব্র বাতাসের কারণে ক্রেন ধসে পড়ার ঘটনা ঘটে।
ডোংগুয়ান শহরের এক কর্মকর্তা শিনহুয়া নিউজ এজেন্সিকে জানান, একটি দোতলা ভবনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। ভবনটি একটি নির্মাণাধীন শপিং কমপ্লেক্স। ক্রেন ধসে পড়ার সময় ১শ ৩৯ জন নির্মাণকর্মী ভবনটিতে অবস্থান করছিল।
আটকে পড়া কর্মীদের মধ্যে অধিকাংশকেই নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। তবে আরো ১৮ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।-বিডি-প্রতিদিন
১৫/৪/১৬/এমটিনিউজ২৪/এএম