শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৪:৫২:২৯

ভারতে প্রচণ্ড তাপদাহে মৃত ৩০

ভারতে প্রচণ্ড তাপদাহে মৃত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যা প্রদেশে প্রচণ্ড তাপদাহে ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে বেশ কিছু এলাকায় ৪০ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এনডিটিভির অনলাইনে বলা হয়েছে, উড়িষ্যার বোলানগির জেলার তিতলাগর এলাকার তাপমাত্রা সবচেয়ে বেশি (৪৫ ডিগ্রি) ছিল।

উড়িষ্যার ১৮টি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রীর উপরে রেকর্ড করা হয়েছে। এছাড়া ভাওয়ানি পাটনায় ৪৩ দশমিক ৫, মালকানগিরিতে ৪৩ দশমিক ৪ এবং বোলানগিরে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রী।

গরমের কারণে খুরদা জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুত্তাক জেলায় চারজন, অঙ্গুলে তিনজন এবং বালাসোর, গানজাম. কেউনঝার ও নয়াগরে দু’জন করে, রায়াগাদা, নুপাদা, মায়ুরভাঞ্জ, ঝারসুগুডা, জয়পুর, জগতসিংপুর, ধেনকানাল, ভাদরকি এবং বোলানগিরে এক জন করে মারা গেছেন।
১৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে