আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ইসলামী দল ইখওয়ানুল মুসলিমিনকে নিয়ে ভয়ঙ্কর বার্তা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের শীর্ষ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। তাদের প্রোপাগান্ডা ম্যাগাজিন 'দাবিক'-এর সর্বশেষ সংখ্যায় এ ঘোষণা দেয়া হয়েছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ঘনিষ্ঠতা এবং হামাসের গণতান্ত্রিক কাঠামোর প্রতি সমর্থনের কারণে ইখওয়ানুল মুসলিমিনের সমালোচনা করা হয়েছে 'দাবিক'-এর প্রতিবেদনে।
ওই ম্যাগাজিনে ইখওয়ানের নেতা ও মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির ছবি প্রকাশ করা হয়েছে। আইএস বলছে, 'ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে ইখওয়ানুল মুসলিমিন যুদ্ধ ঘোষণা করেছে।'
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ধর্মভ্রষ্ট দল হিসেবে ঘোষণা করেছে দায়েশ। গত নভেম্বরে দাবিকের এক সংখ্যায় দায়েশ দাবি করে, বিএনপি-জামায়াত জোট হচ্ছে ধর্মভ্রষ্ট জোট।
'দাবিক'-এর মাধ্যমে নিজেদের নৃশংস তৎপরতার পক্ষে প্রোপাগান্ডা চালায় দায়েশ। এছাড়া এ সন্ত্রাসী গোষ্ঠী মাঝে মধ্যেই নৃশংসভাবে মানুষ হত্যার ভিডিও প্রকাশ করে থাকে।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস