আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথায় ভূমিকম্প হচ্ছে। আর একের পর এক কম্পন যেন থামছেই না। যা নিয়ে পুরো বিশ্বই এখন ভাবনার মধ্যে। কেন এত কম্পন?
এদিকে জাপানের পর এবার ইন্দোনেশিয়া কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। যদিও, শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পের পর জারি করা হয়নি কোনও সুনামি সতর্কতা।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব সীমান্ত। স্যামসুয়ালদি থেকে বেশ কিছুটা দূরেই ছিল কম্পনের উত্সস্থল। প্যাসিফিক রিং অফ ফায়ারের ফলেই ফের ইন্দোনেশিয়া কেঁপে ওঠে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা।
এদিকে, বৃহস্পতিবার জাপানেরও বেশ কিছুটা অংশে কম্পন অনুভূত হয়। ৬.৫-এ কেঁপে ওঠে জাপানের দক্ষিণ-পশ্চিম দ্বীপ কাইসু। রিপোর্টে প্রকাশ করা হয়, ঘটনার জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৮০ জন। যদিও, সরকারিভাবে আহতের সংখ্যাটা এখনও পর্যন্ত পরিষ্কার করে কিছু জানা যায়নি।
অন্যদিকে, বুধবার কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৭.১। মায়ানমারে কম্পনের জেরে ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। দিল্লি, গুয়াহাটি সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়ও ভূমিকম্প হয়।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং কলকাতা, ভূমিকম্পের জেরে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন মানুষ। যদিও, ওই কম্পনের জেরে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। উত্তরবঙ্গে ৭ জনের আহত হওয়ার খবর মেলে। শুধু তাই নয়, সন্ধে ৭টা ২৫-এ ওইদিন প্রথম কম্পন অনুভূত হয়। বুঝতে পরতে না পারতেই কয়েক মুহুর্তের মধ্যে আবার দ্বিতীয়বারের মতও কেঁপে ওঠে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন