শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ১২:৪৮:৩২

সৌদিতে বন্যায় ১৮ জনের মৃত্যু, আহত ২৭

সৌদিতে বন্যায় ১৮ জনের মৃত্যু, আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ এবং বন্যায় মারা গেছে ১৮ জন। এ পর্যন্ত ৯১৫ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ২৭ আহত রয়েছেন।

বৃহস্পতিবার সৌদির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রিয়াদ থেকে শুরু করে হায়েল, মক্কা, মদিনা, আল-বাহা, আসির, নাজরান এবং জাজান পর্যন্ত এলাকাগুলো বন্যায় আক্রান্ত হয়েছে।

সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটি মৃতদের মধ্যে দুইজন ইয়েমেন সীমান্তবর্তী জাজান অঞ্চলে এবং একজন আল-বাহা অঞ্চলে মারা গেছে। এছাড়া আল-বাহা অঞ্চলে তীব্র বর্ষণের ফলে দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছে।

এএফপি জানিয়েছে, এক সপ্তাহ ধরে ভারী ভর্ষণের ফলে বন্যা কবলিত হয়ে আছে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরো অনেক এলাকা। বন্ধ রয়েছে রিয়াদের স্কুলগুলো।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে