শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৩:২১:৩৬

১৫২ কোটি টাকার মালিক পুলিশ সুপার, দেশজুড়ে তোলপাড়

১৫২ কোটি টাকার মালিক পুলিশ সুপার, দেশজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের আগে মন্ত্রী, সংসদ সদস্যের  সম্পত্তির হিসেব নিয়ে তোলপাড় হয় মিডিয়া। কিন্তু তাঁদের সবাইকে টপকে বিশাল সম্পত্তির মালিক বনে গেলেন এক পুলিশ সুপার। তার সম্পত্তির মূল্য ১৫২ কোটি টাকা।

ভারতের মোহালির এসএসপি গুরপ্রীত সিং ভুল্লারের কথা বলা হচ্ছে। এই তথ্য পাওয়া গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত সাম্প্রতিক খতিয়ানে।

২০১২ সালের এক হলফনামা অনুসারে পঞ্জাবের কংগ্রেস বিধায়ক কেওয়াল ধিলোঁর মোট সম্পত্তির মূল্য ছিল ১৩৭ কোটি টাকা। তবে এর মধ্যে তাঁর ছেলের সম্পত্তির হিসেবও যুক্ত। রাজ্যের আরেক কংগ্রেস বিধায়ক করণ কাউর ব্রারের সম্পত্তির মূল্য ছিল ১২৮ কোটি টাকা। এঁদের দু'জনকে হেলায় টপকে গিয়েছেন গুরপ্রীত সিং। এই আইপিএস অফিসারের মালিকানায় থাকা মোট সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ১৫২ কোটি টাকায়।

খতিয়ানে মোহালির দায়িত্বে দীর্ঘতম সময় থাকা এসএসপি তাঁর ব্যক্তিগত মালিকানায় সবশুদ্ধ ১৬টি সম্পত্তির উল্লেখ করেছেন। এর মধ্যে ৮টি আবাসিক, ৪টি কৃষি এবং তিনটি বাণিজ্যিক জমি রয়েছে। মধ্য দিল্লির বড়াখাম্বা রোডে তাঁর একটি জমির দাম বর্তমানে ৮৫ লক্ষ টাকা।

রাজধানীর অভিজাত সৈনিক ফার্মস এলাকাতেও ১৫০০ বর্গগজ ফাঁকা জমি রয়েছে ভুল্লারের। তবে তালিকায় যে সম্পত্তির দাম সবচেয়ে বেশি, তা রয়েছে মোহালিতেই। বারিয়ালি গ্রামের ওই অ-চাষযোগ্য জমির দাম এই মুহূর্তে ৪৫ কোটি টাকা। পেশ করা নথি বলছে, বেশির ভাগ সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ভুল্লার।

মোহালির পুলিশ সুপার হিসেবে দুই দফায় দায়িত্ব সামলাচ্ছেন এই আইপিএস। প্রথম দফায় ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। পরে ২০১৫ সালে ফের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এখনও অবধি তিনি এই পদে বহাল রয়েছেন।

জানা গিয়েছে, তালিকায় ঘোষিত ১৬টি সম্পত্তির মধ্যে ১২টির মালিকানা ২০১৩ সালের ১১ জানুয়ারি নথিভুক্ত হয়।

প্রসঙ্গত, ২০১১ সালে চালু হওয়া কেন্দ্রীয় সরকারি নির্দেশের ফলে আইপিএস অফিসারদের ব্যক্তিগত সম্পত্তির খতিয়ান পেশ করা বাধ্যতামূলক হয়। এর জেরে স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে পঞ্জাবের ধনকুবের আইপিএস অফিসারদের সম্পত্তির খতিয়ান দস্তুর মতো চোখ কপালে তোলার মতো।

তাঁদের সকলের ব্যক্তিগত সম্পত্তির মোট মূল্যায়ন প্রায় ৫০০ কোটি টাকা। শুধু নিজের নয়, তাঁদের স্ত্রী, ছেলেমেয়ে, বাবা-মায়ের নামেও রয়েছে একাধিক সম্পত্তি। -এই সময়
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে