শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৩:৪৮:৫৬

অপছন্দের প্রার্থীকে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক!

অপছন্দের প্রার্থীকে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক!

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতি মাঠেই চলে। কিন্তু বর্তমানে তা সংসারের চার দেয়ালের মাঝেও চলে এসেছে। পক্ষ-বিপক্ষ নিয়ে চলছে তুমুল লড়াই। সম্প্রতি ঘটেছে তালাক দেয়ার মতও ঘটনা!

জানা গেছে, গ্রামের মাতব্বরদের নির্দেশ মেনে কংগ্রেসকে নয়, ভোট দিয়েছেন বিজেপিকে। এটাই ‘অপরাধ’ স্ত্রীর!  সেজন্য তাকে তালাক দিয়েছেন অাসামের শোনিতপুরের দোনাম আদ্ধাহাতি গ্রামের জনৈক আইনুদ্দিন। এমনই অভিযোগে সরগরম শোনিতপুর।

সদ্য শেষ হওয়া অাসাম বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের হাওয়া তৈরি করা হয়েছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেই প্রেক্ষাপটেই শোনিতপুরের ওই গ্রামে মাতব্বররা ফতোয়া দিয়েছিল, ভোট দিতে হবে কংগ্রেসকেই। কিন্তু ফতোয়া মানেননি আইনুদ্দিনের স্ত্রী দিলওয়ারা বেগম। তিনি ভোট দেন বিজেপি প্রার্থী প্রমোদ বড়ঠাকুরকে।

স্ত্রী ‘কথা’ শোনেননি, এটা জানতে পেরেই ক্রুদ্ধ আইনুদ্দিন দশ বছর ধরে ঘর করা স্ত্রীকে তালাক দেওয়ার কথা ঘোষণা করেন। বুদ্ধি-বিবেচনা খাটিয়ে দিলওয়ারার নিজের স্বাধীন মত প্রকাশ করাটা মেনে নিতে পারেননি আইনুদ্দিন। ঘটনাটি অাসামে প্রথম দফার ভোটপর্বের বলে জানা গিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, এবার অসমের ৩৪ শতাংশ মুসলিম ভোটারদের অধিকাংশই ভোট দিয়েছেন কংগ্রেসকে। আর ব্যালটে হিন্দু ভোটারদের বেশিরভাগের সমর্থন পেয়েছে বিজেপি।

এবার অসমে প্রথম দফায় ভোট পড়েছে ৮৪.৭২ শতাংশ। এত বেশি ভোট অসমে এর আগে কোনওদিন পড়েনি।  দ্বিতীয় দফায় ভোট পড়ার হার ছিল ৮২.০১ শতাংশ।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে