আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বেচতে নিলামে তোলা হয়েছে৷ তাকে বিক্রি করতে ইলেকট্রনিক বিজ্ঞাপনী সংস্থা ইবে-তে বিজ্ঞাপন দেয়া হয়েছে।
নাটকীয় এ ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পাকিস্তানে৷
‘ইউজলেস পাকিস্তানি পিএম নওয়াজ শরিফ ফর সেল’ নামে ওই অনলাইন বিজ্ঞাপনটিতে শরিফের দর উঠেছে ৬৬ হাজার ২শ' পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ টাকা৷
বিজ্ঞাপনে বলা হয়েছে, নওয়াজ এবং তার গোটা পরিবার জিনগত ত্রুটিযুক্ত ও দুর্নীতিগ্রস্ত৷ তার গোটা পরিবার থাকে লন্ডনে৷ সেখানেই শরিফের পারিবারিক ব্যবসা আছে৷ আজ তুরস্ক কাল ইংল্যান্ড, পরশু আবার আমেরিকায় ছুটছেন৷
এতে বলা হয়েছে, উনি দেশে কতদিন থাকেন৷ এমন মানুষ আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান! নওয়াজ শরিফকে আমরা চাই না৷ ইউজড নওয়াজ শরিফ বিক্রির জন্য তৈরি।’
ওই বিজ্ঞাপনে নওয়াজ শরিফকে কেনার জন্য দর হেঁকেছেন শতাধিক ব্যক্তি৷
বিষয়টি নিয়ে তুমুল হৈচৈ শুরু হওয়ায় নিজেদের সাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে যিনি এমন বিজ্ঞাপন দিয়েছেন তার পরিচয় খোঁজ পায়নি পাক পুলিশ৷
পানামায় নাম ফাঁস হওয়ায় এমনিতেই চাপে আছেন নওয়াজ শরিফ, তার ওপর আবার নিলাম৷
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম