শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৪:৫৭:৩৭

সত্যি অলৌকিক! ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরল ৮ মাসের শিশু

সত্যি অলৌকিক! ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরল ৮ মাসের শিশু

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে ৮ মাসের এক শিশু। এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে জাপানের কুমামোতো শহরে।

জানা গেছে, স্থানীয় সময় তখন বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা। ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের কুমামোতো শহর। পরপর ৬ বার কেঁপে ওঠে শহরটা। তছনছ হয়ে চারদিকে উলোট পালোট হয়ে যায়। ভেঙে গুঁড়িয়ে যায় একাধিক বাড়ি।

প্রায় ৪০০ লোক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গিয়েছেন ৯ জন। ৪৪ হাজারেরও বেশি লোক ঘর ছাড়া। একদিকে চলছে উদ্ধারকার্য, অন্যদিকে আফটার শকে প্রতিনিয়ত কেঁপে চলেছে কুমামোতো।

এই অবস্থায় এক ভেঙে পড়া বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ সরানোর সময় হঠাতই উদ্ধারকারী দল দেখতে পায় নীচে চাপা পড়ে রয়েছে এক আট মাসের শিশু। শিশুটিকে বার করে এনে অবাক হয়ে যান উদ্ধারকারীরা।

ওই বিশাল ধবংসস্তূপের নীচে চাপা পড়ে থাকার পরও বহালতবিয়তে বেঁচে রয়েছে ছোট্ট শিশুটি। সঙ্গে সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে