আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর উদযাপনে ছোট পোশাক পরা নারীদের ‘প্যাকেট খোলা ক্যান্ডি’র মতো লাগে বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রত্যুধ চ্যাং-ওচা।
ছোট পোশাক না পরার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, খোলামেলা পোশাক পরবেন না, এটা অপ্রয়োজনীয়, প্যাকেট খোলা ক্যান্ডির মতো লাগে।
থাইল্যান্ডের নববর্ষ ‘সঙ্গক্রন’-এর আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী প্রত্যুধ চ্যাং-ওচা। প্রতিবছরের মতো নববর্ষ পালিত হয় গরমকালেই।
এ উৎসবে মেতে ওঠে থাইল্যান্ডবাসী। পরস্পরের সঙ্গে জলকেলিতে মেতে ওঠেন তারা। পরিচিত-অপরিচিত সবার গায়ে জল ছিটিয়ে উৎসব পালন করে থাই নাগরিকরা।
এ উৎসবে নামার আগে নারীরা যাতে ভদ্র পোশাক পরেন সেই আবেদনই রাখেন প্রধানমন্ত্রী। কারণ, অনেক সময় এই উৎসবের মধ্যে নানারকম হেনস্তার ঘটনা ঘটে থাকে। তাই আগেভাগেই সতর্ক করেছিল থাইল্যান্ডের সরকার।
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভালোভাবে প্যাকেটে মোড়ানো ক্যান্ডি বছরের পর বছর সাজিয়ে রেখে দেয়া যায়।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম