শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৬:২৭:৪২

ভাবতে পারেন, ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছে ৭ বছরের মেয়ে!

ভাবতে পারেন, ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছে ৭ বছরের মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : দুঃসাহসিক কিন্তু বাস্তব।  ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছে ৭ বছরের মেয়ে।  ১৮ বছর না হলে মিলে না ভোটের অধিকার।  ১৮ বছরের নিন্মে যেকোনো নাগরিকই অপ্রাপ্ত বয়স্ক।  অপ্রাপ্ত বয়স্কদের মিলবে না ড্রাইভিং লাইসেন্সও।

ভারতের সংবিধান ও আইনে এমনটাই।  কথায় আছে, আইন তৈরিই হয়, ভাঙার জন্য।  তেমনই এক নজির দেখালো হায়দ্রাবাদের 'সুপার ড্যাড'।  ৭ বছরের মেয়েকে নিয়ে হলিডে ড্রাইভ।  

বাবা চালক নন, চালক হলো তার ৭ বছরের ছোট্ট মেয়ে।  আরোহী হয়েছেন কিশোরীর বাবা।  ব্যস্ত রাস্তায় এক্সিলেটরে চাপ দিয়ে বাড়ছে গতি, ছুটছে স্কুটি, মেয়ের মাথায় হেলমেট, বাবার ওসবের বালাই নেই।

মেয়ে স্কুটি থেকে পা পায় না মাটিতে, কিন্তু স্কুটির পাঠশালায় নয় নয় করে হয়ে গেল ৩ বছর।  ৪ বছর বয়সে যে স্কুটিতে বসে ছবি তুলতে পছন্দ করত সে, সেই স্কুটি নিয়েই রাস্তাকে শাসন করতে করতে কাটিয়ে দিয়েছেন ৩ বছর।

এই দুঃসাহসিকতার পেছনে ইন্ধন জুগিয়েছেন তার বাবাই।  এ কথা হাসি মুখেই স্বীকার করেছেন কিশোরীর বাবা।  ভয় লাগে না স্কুটি চালাতে এমন প্রশ্নের উত্তরে কিশোরীর উত্তর, ‌‘মজা, বেশ মজা, বুঝলে।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে