শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৮:১৬:৪৯

অবাক কাণ্ড, আস্ত বিমান বানিয়ে নিজেই পাইলট ক্লাস সেভেনের বোবা ছেলেটি!

অবাক কাণ্ড, আস্ত বিমান বানিয়ে নিজেই পাইলট ক্লাস সেভেনের বোবা ছেলেটি!

আন্তর্জাতিক ডেস্ক : কথা বলতে পারেন না।  কানেও শোনেন না।  ক্লাস সেভেনে স্কুল থেকে ড্রপ-আউট।  অবাক কাণ্ড, আস্ত বিমান বানিয়ে ফেললেন সেই বোবা ছেলেটি!

ভারতের কেরলের এক প্রত্যন্ত গ্রামের সেই ছেলেটি দুই আসনবিশিষ্ট আলট্রালাইট বিমানটি বানিয়ে ফেললেন।  বিমানটি তিনি নিজেও চালান।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

ইডুক্কির এঁদো গ্রাম থোদুপজোহার বাসিন্দা বছর ৪৫-এর সাজি জেমস।  মূক ও বধির এই মানুষটি ক্লাস সেভেনের পর আর পড়াশোনা করতে পারেননি। তবে ছেলেবেলা থেকেই তার নজর ছিল আকাশের দিকে।

তার অনুপ্রেরণা সাবেক প্রেসিডেন্ট তথা ভারতরত্ন এপিজে আবদুল কালাম। আর একজনের কথা জানিয়ে সাজি জেমস বলেছেন, আমার বয়স যখন ১৪, এক পাইলটকে দেখে আমি অনুপ্রাণিত হই।  আমার আকাশে ওড়ার উত্‍‌সাহ দেখে তিনি আমায় ফ্রি রাইড করিয়েছিলেন।  তারপর থেকে আমার কল্পনাকে বাস্ত করার কাজে উঠেপড়ে লাগি।

তিনটি ধাপে নিজের প্লেন আবিষ্কার করেন সাজি।  প্রথম পর্যায়ে তিনি তৈরি করেন বিমানের কাঠামো ও অন্যান্য যন্ত্রপাতি।  এরপর তাতে একটি মোটরসাইকেলের ইঞ্জিন জুড়ে দেন।  

তবে বিমানটি তিনি ওড়াতে পারছিলেন না।  তাই সাহায্য নেন এক অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের।  একটি ইঞ্জিনিয়ারিং কলেজে নিজের বিমানটি ১.৫ লাখ টাকায় বেচে দিয়ে তাদের সহায়তায় সেটিকে ওড়ার উপযোগী করে তোলেন।

বিমানটি তৈরি করতে খরচ হয়েছে ১৩ লাখ টাকা।  নিজের স্বপ্নকে সত্যি করতে সাজি জমিজমা বিক্রি করেছেন, টিভি সারানোসহ নানা কাজ করেছেন। দীর্ঘ সাধনায় তার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।  এখন নিজের বিমান নিজেই চালান।  তার পাইলট লাইসেন্স না থাকায় ৩০ ফিটের ওপর বিমান চালাতে পারেন না বলে জানিয়েছেন তার স্ত্রী।

স্কুল ড্রপ-আউট এই মানুষটি তার বেনজির কৃতিত্বের জন্য বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছেন।  বিভিন্ন টেলিভিশন শো-তে তার প্রতিভা তুলে ধরা হয়েছে, মিলেছে সাবেক ডিফেন্স রিসার্চ অফিসারের কুর্নিশ।  এখন নিজের আবিষ্কারের জন্য ভালো বিনিয়োগকারী চাচ্ছেন সাজি, যাতে নিজের সৃষ্টির কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।  
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে