শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৮:২৭:৪০

অদ্ভুত কাণ্ড, নাম বদলাতে রাজি না হওয়ায় চাকরি গেল যুবতীর!

অদ্ভুত কাণ্ড, নাম বদলাতে রাজি না হওয়ায় চাকরি গেল যুবতীর!

আন্তর্জাতিক ডেস্ক : নাম বদলাতে রাজি না হওয়ায় চাকরি গেল এক যুবতীর। 'শিব ঠাকুরের আপন দেশ নয়' এমন আজব কাণ্ড ঘটেছে ফ্রান্সে।
সেখানকার তুলো শহরের হাসপাতালে ব্যবহারযোগ্য জিনিপত্র তৈরির এক কোম্পানিতে কাজ করতেন মেরিয়ন।  

ওই কোম্পানিতে একই নামে আরো এক কর্মচারী থাকায় খদ্দেররা দুজনের মধ্যে গুলিয়ে ফেলবেন বলে দাবি করে ম্যানেজমেন্ট।  সেই কারণেই ম্যারিয়নকে অন্য কোনো ক্রিশ্চান নাম বেছে নিতে বলে কোম্পানি কর্তৃপক্ষ।

কিন্তু রাজি না হওয়ায় সোজা বরখাস্তের চিঠি ধরিয়ে দেয়া হয় ম্যারিয়নকে। তিন মাসের চুক্তিতে সাময়িকভাবে ওই কোম্পানিতে কাজে ঢুকেছিলেন ম্যারিয়ন।  নির্দিষ্ট সময়ের পর ট্রেনি কমার্শিয়াল অ্যাসিসট্যান্স হিসেবে পূর্ণ সময়ের কর্মচারী হিসেবে উন্নীত হন তিনি।  কিন্তু চাকরি পাকা হওয়ার সুখ ভাগ্যে সইল না ২৭ বছরের যুবতীর।

অদ্ভুত কারণে চাকরি যাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি।  তার অভিযোগ, হয় কোম্পানি কর্তৃপক্ষ তার কাস্টমারদের বোকা মনে করে, নয়তো ইচ্ছে করেই আমাকে সরানো হয়েছে।  

অজুহাত হিসেবে এ অদ্ভুত কারণ দেখানো হয়েছে।  ম্যানেজমেন্ট কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড়।  তাদের ছোট কোম্পানিতে একই নামের দুজন থাকায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তারা।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে