শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ১০:৩৩:০২

প্রিয়াঙ্কাকে প্রয়োজন নেই, জানালেন স্বামী

প্রিয়াঙ্কাকে প্রয়োজন নেই, জানালেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ক্যারিয়ার নিজেই গড়তে চান।  স্ত্রী প্রিয়াঙ্কার কাঁধে' ভর দিয়ে জীবনে উন্নতি করতে চান না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢরা।

নয়াদিল্লিতে একটি সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে রবার্ট বলেন, জীবনের উন্নতি, সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য স্ত্রী প্রিয়াঙ্কার নাম বা প্রতিপত্তি কোনোটারই প্রয়োজন ছিল না।  জীবনে উন্নতির জন্য আমার কখনোই প্রিয়াঙ্কাকে প্রয়োজন ছিল না, নেইও।  আমার যথেষ্ট সম্পত্তি রয়েছে।  বরাবরই ছিল।

রবার্ট বলেন, বাবা আমাকে অনেক কিছু দিয়েছেন।  সব রকমের সমস্যা সামলানোর শিক্ষাও আমি পেয়েছি।

প্রসঙ্গত, ২০০২ সালে সংবাদপত্রে আইনি বিজ্ঞপ্তি দিয়ে রবার্ট জানিয়েছিলেন, তার বাবা রাজেন্দ্র এবং ভাই রিচার্ড তার নাম ব্যবহার করে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং টাকা নিচ্ছেন।  

ওই ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে জানান।  রাজেন্দ্র তখন সোনিয়ার বিরুদ্ধে তার পরিবারে ভাঙন ধরানোর অভিযোগও করেন।  পরে ২০০৩ সালে রিচার্ড এবং ২০০৯ সালে রাজেন্দ্রের রহস্যজনক মৃত্যু হয়।

প্রায় ১৫ বছর পর গত মার্চে বঢরা পরিবারের এক অনুষ্ঠানে গিয়েছিলেন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা।  স্ত্রীর সঙ্গে শাশুড়ি সোনিয়া বা শ্যালক রাহুলের লোকসভা কেন্দ্রে যান গান্ধী পরিবারের জামাতা।

ইদানিং ফেসবুক পেজে নরেন্দ্র মোদি এবং বিজেপি সম্পর্কে ব্যঙ্গবিদ্রুপ করছেন তিনি।  রবার্ট কি সক্রিয় রাজনীতিতে আসছেন? তার সাফ কথা, কখনো রাজনীতিতে আসব না, তা বলছি না।  

দেখা যাক, ভবিষ্যতে কী হয়।  জনতা আমাকে চাইলে পরিবর্তন ঘটাতে পারি, তখন হয়তো রাজনীতি করব।  যে পরিবারের সঙ্গে আমি যুক্ত, তারা বংশপরম্পরায় রাজনীতি করছে।  আমি শ্রদ্ধা করি।

রবার্টের বিরুদ্ধে একাধিক রাজ্যে জমি দুর্নীতির মামলা চলছে।  স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তা নিয়ে গান্ধী পরিবারকে কটাক্ষ করেন।  এ প্রসঙ্গে রবার্টের মন্তব্য, অনেক কিছুই সংবাদপত্রে পড়েছি।  কিন্তু সত্যিটা আমি জানি।  আমার জন্ম এদেশে।  সুতরাং মামলায় জড়িয়ে হেনস্থা করা হলেও দেশ ছেড়ে পালাব না আমি।

রবার্ট বলেন, কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি।  কিন্তু মানুষ যখনই ঠিক আর ভুলটা বুঝবে, তখনই তারা এ সরকারের বিরুদ্ধে যাবে।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে