শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০২:৪৪:৩৩

ভারতের যেসব শহরের নাম পরিবর্তন হয়েছে

ভারতের যেসব শহরের নাম পরিবর্তন হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ২৯ টি রাজ্য নিয়ে ১৩০ কোটির দেশ ভারত। প্রাচীন যুগ থেকে থেকে এই অঞ্চলের ঐতিহ্যের সাথে সাথে প্রাকৃতিক ঐশ্বর্যও কম নয়। প্রতিটি রাজ্যেই ছোট-বড় অনেক শহর। অনেক এমন সমৃদ্ধ শহরকে বলা হয় রাজ্যের রাজধানী বা প্রধান শহর। তেমনি কিছু ভারতের নাম করা শহর রয়েছে যা পরবর্তিতে এসে নাম বদল হয়ে গেছে।

১. ত্রিবান্দ্রাম হয়েছে তিরুঅনন্তপুরম, এটি কেরালা রাজ্যে অবস্থিত।

২. ওয়ালটেয়ার হয়েছে বিশাখাপত্তনম, এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত।

৩. বেনারস হয়েছে বারাণসী, এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত।

৪. বম্বে হয়েছে মুম্বাই, এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত।

৫. ক্যালক্যাটা হয়েছে কোলকাতা, এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত।

৬. মাইসোর হয়েছে মাইসুরু, এটি কর্নাটক রাজ্যে অবস্থিত।

৭. কোচিন হয়েছে কোচি, এটি কেরালা রাজ্যে অবস্থিত।

৮. বরোদা হয়েছে ভডোডরা, এটি গুজরাট রাজ্যে অবস্থিত।

৯. ব্যাঙ্গালোর হয়েছে বেঙ্গালুরু, এটি কর্নাটক রাজ্যে অবস্থিত।
 
১৬ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে