আন্তর্জাতিক ডেস্ক : সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) নিয়ে ছাড়া হবে ক্যাম্বোডিয়ার জঙ্গলে। বিশ্বে বাঘের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা করা হচ্ছে। দিল্লিতে বাঘ সংরক্ষণ নিয়ে ১৩ টি দেশের যে মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়েছে, সেখানে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
যেসব দেশে বাঘের সংখ্যা বাড়ছে, সেখান থেকে বাঘ নিয়ে যাওয়া হবে যেসব দেশে বাঘ বিলুপ্তপ্রায় সেখানে।
গত একশো বছরের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা এই প্রথম বেড়েছে বলে দাবি করা হচ্ছে সর্বশেষ এক জরিপে।
২০১০ সালে যেখানে বিশ্বে বাঘের মোট সংখ্যা ছিল ৩২০০, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৯০০তে। এর মধ্যে কেবল ভারতেই আছে ২ হাজার ২২৬টি বাঘ। ২০২২ সাল নাগাদ বাঘের সংখ্যা দ্বিগুন করার পরিকল্পনা করা হচ্ছে।
ভারতের বাঘ যেমন ক্যাম্বোডিয়ায় নেয়ার কথা ভাবা হচ্ছে, সেরকম রাশিয়া থেকে ‘আমুর বাঘ’ কাজাখাস্থানের জঙ্গলে ছাড়ার পরিকল্পনা করছেন বিশেষজ্ঞরা।
গ্লোবাল টাইগার ফোরামের সেক্রেটারি জেনারেল রাজেশ গোপাল বিবিসিকে জানান, বাঘের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এভাবে এক দেশের বাঘ নিয়ে অন্য দেশে ছেড়ে দেয়াকে এক কার্যকর কৌশল হিসেবে দেখা হচ্ছে।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস