আন্তর্জাতিক ডেস্ক : সরকারিভাবে বরাদ্দ দেয়া বাড়িটির ভাড়া অনেক বেশি বলে অভিযোগ করে কমানোর দাবি জানিয়েছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
১৪ বছর আগে তৎকালীন বাজপেয়ী সরকারের কাছে এ দাবি জানিয়েছিলেন তিনি। দিল্লির লুটেনের ২ হাজার ৭৬৫ বর্গমিটারের যে বাড়িতে প্রিয়াঙ্কা থাকতেন, সেটির মাসিক ভাড়া ছিল ৫৩ হাজার ৪২১ রুপি।
এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রিয়াঙ্কা দাবি করেন, বাড়িভাড়া খুবই বেশি। এটি তার আর্থিক সামর্থ্যের বাইরে।
সরকারের কাছে প্রিয়াঙ্কা অনুরোধ করেন, তিনি আগে যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির ভাড়া ছিল ২৮ হাজার ৪৫১ রুপি। তিনি ৫৩ হাজার ৪২১-এর বদলে প্রতিমাসে ওই ভাড়াই দিতে চান।
তিনি জানান, ভারতের বিশেষ সুরক্ষা দলের (এসপিজি) অনুরোধে তিনি ওই বাংলোয় থাকেন। বাংলোর বড় একটা অংশ এসপিজি ব্যবহার করে।
প্রিয়াঙ্কা বর্তমানে লোধি স্টেটের যে বাড়িতে বসবাস করেন সেটির ভাড়া ৩১ হাজার ৩০০ রুপি। নিরাপত্তার কারণে প্রিয়াঙ্কাসহ আরো তিনজনকে লোধি স্টেটে সরকারিভাবে বিশেষ আবাসন দেয়া হয়েছে।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম