আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুরুত্বর আহত হয়েছেন আরো ১১ জন। ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সৌদি গেজেট জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটের দিকে ‘জুবাইল ইউনাইটেড পেট্রোকেমিক্যাল কোম্পানি প্লান্ট’য়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ওই প্লান্টের রক্ষণাবেক্ষণ ঠিকাদার প্রযুক্তিবিদরা ক্যাটালিস্ট প্রতিস্থাপন করার সময় সেখানে আগুন ধরে যায়।
পত্রাকাটি আরো জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। অল্প সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় ওই প্লান্টের ১২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস