আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় তাদের দায়ী করে মার্কিন কংগ্রেস বিল পাস করলে দেশটিতে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নেওয়া হবে বলে জানিয়েছে রিয়াদ।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওবামা প্রশাসন বিলটির উত্তরণ ঠেকাতে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে। তারা চায় না বিলটি পাস হোক। কারণ এটা মিত্র সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন বাড়াতে পারে।
গত মাসে ওয়াশিংটন সফরের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বাদশাহ সালমানের এমন কড়া বার্তা মার্কিন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। আদেল মার্কিন কর্মকর্তাদের বলেন, আপনারা এমন কিছু করবেন না যা ট্রেজারির নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রে থাকা ৭৫০ বিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে বাধ্য হয় সৌদি আরব।
৯/১১ হামলার তদন্তের দায়িত্বে ছিলেন দেশটির সাবেক সিনেটর বব গ্রাহাম। গত রোববার যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে তিনি বলেন, সৌদি আরব সফরে গিয়ে বারাক ওবামার উচিত হবে ওই হামলা প্রতিহত করার ব্যপারে রিয়াদের ভূমিকা কী ছিল তার জবাব চাওয়া। চলতি মাসেরই ওবামা রিয়াদ সফর করবেন।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ২০০১ সালের ৯/১১ হামলায় অভিযুক্ত বিদেশি দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মামলা রুজু করার অনুমোদন বিল মার্কিন কংগ্রেসে পাস হলে সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকৃত ৭৫০ বিলিয়ন ডলার বা ৬০ লক্ষ কোটি টাকার ট্রেজারি সিকিউরিটিস বিক্রি করে ‘প্রতিশোধ’ নেয়ার হুমকি দিয়েছে।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস