আন্তর্জাতিক ডেস্ক : সরিষ্যার তেল থেকে শুরু করে শ্যাম্পু, নুডলস, কাজল, সস থেকে হ্যান্ডওয়াশ- কি নেই পতঞ্জলির দোকানে। আপনার রোজকার প্রয়োজনের সব জিনিসই পাওয়া যায় রামদেব বাবার কাছে।
পতঞ্জলি্র দোকানে গিয়ে দাঁড়ালেই আপনি পেয়ে যাবেন নিজের প্রয়োজনের সব জিনিস। বাজারে চলতি ব্র্যান্ডের থেকে দামেও অনেকটা কম হয়। একে দাম কম, তার ওপর আবার রামদেব বাবার মুখ। তাই চোখ বন্ধ করে কিনে ফেলছেন পতঞ্জলির সব প্রোডাক্ট। কিন্তু জানেন কি- খাঁটি জিনিস ভেবে আপনি আসলে কি কিনছেন?
পতঞ্জলি শুদ্ধ দেশি ঘি। অনেকের মতো লক্ষ্নৌউয়ের বাসিন্দা যোগেশ মিশ্রও রামদেব বাবার ওপর বিশ্বাস করে কিনেছিলেন। কিন্তু বাড়ি এসে তিনি যা দেখলেন তা রীতিমত আতঙ্কের।
ঘিয়ের রং সম্পূর্ণ হলুদ এবং তাতে ভাসছে ফাঙ্গাস। যোগেশ মিশ্রর কেনা ওই ঘিয়ের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। সেই পরীক্ষায় ডাহা ফেল করে পতঞ্জলির 'শুদ্ধ' দেশি ঘি।
ইন্ডিয়া সংবাদে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঘিয়ে মেশানো রয়েছে নকল রং।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম