আন্তর্জাতিক ডেস্ক : ২০১২ সাল, প্রবল ভূমিকম্প আছড়ে পড়েছিল ক্যালিফোর্নিয়ায়। মাটির তলা থেকে উপরে উঠে এসেছিল সমুদ্রের জল। সেই জলের তোড়ে প্রশান্ত মহাসাগরের তলায় তলিয়ে গিয়েছিল আস্ত একটা শহর।
এরকমই এক দৃশ্য দেখা গেল ভূমিকম্প বিধ্বস্ত কুমামোতো শহরে। তবে মাটির তলা থেকে পানি নয়, বেরিয়ে আসছে ফেনা। রাস্তাঘাট ভর্তি করে গোটা শহরজুড়ে শুধুই ফেনা। কিন্তু কোথা থেকে আসছে এত ফেনা? মাটির তলায় কী এমন হয়েছে যে, উপরে উঠে আসছে শুধু ফেনা?
এর কোনো সদুত্তর কারো কাছে নেই। তবে অনেকের ধারণা, মাটির নিচে কোনো পানির পাইপ ফেটে গেছে ভূমিকম্পের জেরে। সেখান থেকেই হয়তো এই ফেনার উৎপত্তি।
শনিবারের সকাল। ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। ভেঙে পড়ল একের পর এক বাড়ি। রাস্তা ভেঙে দু'ভাগ হয়ে গেল।
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। ভূমিকম্পের এ ভয়াবহতা ছাড়াও কুমামোতো শহরে ঘটেছে এ অদ্ভুত ঘটনা।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম