রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ১০:২৪:১৯

জানেন, বিশ্বের কোন কোন দেশে স্বর্ণ মজুদ সবচেয়ে বেশি?

জানেন, বিশ্বের কোন কোন দেশে স্বর্ণ মজুদ সবচেয়ে বেশি?

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বর বৃহত্তম বাণিজ্যিক উপাদান সোনা।  এর মজুদের ওপর নির্ভর করে দেশটির মূদ্রার মূল্য নির্ধারণ।  দেশের অর্থনৈতিক উন্নতি-অবনতিও এই সোনার ওপর নির্ভরশীল।


গোটা বিশ্বে যেসব দেশে বেশি সোনা মজুদ রয়েছে তাদের মধ্যে এক নম্বরে যুক্তরাষ্ট্রের নাম।  দেশটিতে ৮ হাজার ১৩৩ টন সোনা মজুদ আছে।  দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।  তাদের সোনার পরিমাণ ৩ হাজার ৩৮৪ টন।

তবে জার্মানি তাদের এক তৃতীয়াংশ সোনা নিজ দেশে রাখে।  ৪৫ শতাংশ রাখে যুক্তরাষ্ট্রে, ১৩ শতাংশ লন্ডনে এবং বাকি ১১ শতাংশ রাখে ফ্রান্সে।

এ তালিকায় বেশি সোনার মালিক তৃতীয় কোনো রাষ্ট্রের নাম নয়, তৃতীয় স্থানে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএফএম)।  এই আর্থিক সংস্থা ২ হাজার ৮১৪ টন সোনার মালিক।

২ হাজার ৪৫১ টন সোনা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইতালি।  পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স; দেশটিতে ২ হাজার ৪৩৫ টন সোনা রয়েছে।  ১ হাজার ৯৪ টন সোনা নিয়ে ৬ষ্ঠ স্থানে রাশিয়া।

সপ্তম স্থানে রয়েছে চীন।  দেশটিতে ১ হাজার ৫৪ টন সোনা রয়েছে।  ১ হাজার ৪০ টন সোনা তালিকার অষ্টম স্থানেসুইজারল্যান্ড।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে