আন্তর্জাতিক ডেস্ক : ১০ বছর বয়সী স্কুলছাত্রী অদিতি কি ধারণা করতে পেরেছিল যে, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠির জবাব পাবে সে? ধারণা করতে না পারলেও ঘটনা ঘটেছে তাই। ভারতের উত্তর প্রদেশের ওই স্কুলছাত্রীর লেখা চিঠিটির জবাব পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ১০ বছর বয়সী স্কুলছাত্রীর লেখা একটি চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ওই শিশুর প্রশংসা করতেও দ্বিধাবোধ করেননি তিনি।
এটিই যে প্রথম ঘটনা তা কিন্তু নয়, এর আগেও নরেন্দ্র মোদি চিঠির জবাব দিয়েছেন অনেকেরই।
এর আগে ভারতের বেঙ্গালুরুর যশোবন্তপুরের ন্যাশনাল পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র অভিনবের একটি চিঠির জবাব পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি। ৮ বছর বয়সী ওই স্কুলছাত্রের বিদ্যালয়ে যেতে আসতে যানজটে পড়তে হতো।
এলাকার যানজটের সমস্যা থেকে নিষ্কৃতি পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল সে। চিঠি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার চিঠির জবাব দেয়া হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির উত্তর পেয়ে ভীষণ খুশি উত্তর প্রদেশের কানপুর শহরের দিতি। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সে বলেছে, চিঠি লেখা অব্যাহত রাখতে চায় সে।
জাতীয় কিছু পরিকল্পনা আর স্কুলের ভালো উদ্যোগের প্রশংসা করে চিঠি লিখেছিল অদিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই চিঠির উত্তর পেয়ে অদিতি বলে, ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠির জবাব পেয়েছি। সত্যিই খুব ভালো লাগছে।
প্রধানমন্ত্রীর কাছ থেকে মেয়ের চিঠির জবাব পাওয়ায় গর্ববোধ করছেন অদিতির মা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা ভাবতেও পারিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠির জবাব পাওয়া যাবে।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম