সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১২:৫৭:৩৯

জাপানে ভূমিকম্প দুর্গতদের আশ্রয় যখন মসজিদ!

জাপানে ভূমিকম্প দুর্গতদের আশ্রয় যখন মসজিদ!

আন্তর্জাতিক ডেস্ক :  পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপেছে জাপান। ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। সর্বশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত মারা গেছে ৪১ জন এবং ঘরবাড়ি ছেড়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। কঠিন এই দুর্যোগপূর্ণ অবস্থায় অসাধারণ এক উদ্যোগ নিয়েছে সেখানকার কিউসু দ্বীপের একটি মসজিদ।

জাপানের কুয়ামোতোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দরজা খুলে দিয়েছে সেখানকার ফুকুকো মসজিদ। দুর্ঘটনার শিকার সবার জন্য খাদ্যেরও ব্যবস্থা করছে মসজিদ কর্তৃপক্ষ। এমনকি কুয়ামোতোর ক্ষতিগ্রস্তদের জন্য খাবার পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে তারা। আর এ লক্ষ্যে চাঁদাও সংগ্রহ করা হচ্ছে মসজিদের পক্ষ থেকে।

মসজিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিয় ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। ফুকুকো মসজিদের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে:

‘কুয়ামোতোর সব মানুষের জন্য ফুকুকো মসজিদের দরজা খোলা। অতিথিদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ইনশাল্লাহ, কালও খাবারের ব্যবস্থা করা হবে এবং কুয়ামোতোতেও খাবার পাঠানো হবে। এ জন্য চাঁদা সংগ্রহ শুরু করেছে ফুকুকো মসজিদ। অনুগ্রহ করে দান করুন। আল্লাহ ক্ষতিগ্রস্তদের সাহায্য ও সংরক্ষণ করুন। আমিন।’

সাহায্যদানে ইচ্ছুকদের জন্য ‘জাপান পোস্ট ব্যাংক’র একটি অ্যাকাউন্ট নম্বরও দেয়া হয়েছে।-বাংলামেইল
১৮এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে