সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৩:০০:৫২

ইকুয়েডরে ভূমিকম্প , মৃতের সংখ্যা ২৩৩ ছাড়িয়েছে

ইকুয়েডরে ভূমিকম্প , মৃতের সংখ্যা ২৩৩ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :  দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ছয়শ।  

প্রেসিডেন্ট জর্জ গ্লাসের কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম রবিবার (১৭ এপ্রিল) বিকেলে এ তথ্য দিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বলছে, ভূমিকম্পে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার, ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার ভোর ৫টা ৫৮ মিনিটে) এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ৮।

ইউএসজিএস জানায়, শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পের কিছুক্ষণ পর আরও দু’টি কম্পন অনুভূত হয়।-বিডি প্রতিদিন

১৮এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে