আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডের জন্য ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস দুনিয়াজুড়ে পরিচিত। তিনি বেশি পরিচিত তার নানা আলোচিত বক্তব্যের জন্য। তবে এবার অন্য সময়ে বক্তব্যগুলোকে ছাপিয়ে রীতিমতো বোমা ফাটানোর মতো বক্তব্য দিয়েছেন পোপ। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
এবার ক্যাথলিক ধর্মগুরু পোপ বলেছেন, স্বর্গে যেতে হলে না কি ঈশ্বরে বিশ্বাসেরই দরকার নেই।
লা রিপাবলিকা পত্রিকার প্রতিষ্ঠাতা ইউগেনিও শালফারিকে লেখা দীর্ঘ খোলা চিঠিতে তিনি বলেন, যদি নিজেদের বিবেকবোধ দ্বারা পরিচালিত হন, তাহলে নাস্তিকরাও ঈশ্বরের ক্ষমা পাবেন।
মূলত ওই পত্রিকায় শালফারি প্রকাশিত বেশ কিছু প্রশ্নের জবাব দিতে গিয়েই পোপ এ বক্তব্য দেন। শালফারি রোমান ক্যাথলিক নন।
পোপ এসময় বলেন, 'আপনি আমাকে প্রশ্ন করেছেন- যারা বিশ্বাসী নয় এবং ধর্মে বিশ্বাস করতে চায় না, তাদেরকে খ্রিস্টানদের ঈশ্বর ক্ষমা করবেন কি না। আমি একথা বলে শুরু করবো- এবং এটি মৌলিক বিষয় যে, ঈশ্বরের ক্ষমার কোনো সীমা নেই, যদি আপনি আন্তরিক হন এবং অনুতপ্ত মন নিয়ে তার কাছে যান।'
তিনি আরও বলেন, 'পাপ তখনই হয় যখন মানুষ তার বিবেকবোধের অবাধ্য হয় চলে, এমনকি সে যদি নাস্তিকও হয়।'
পোপের চিঠির ধন্যবাদ জানিয়ে শালফারি এক মন্তব্যে বলেন, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতাগুলো দূর করার বিষয়ে পোপের সামর্থ ও আকাঙ্ক্ষার এটি আরেকটি দৃষ্টান্ত।
১৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস