আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে আঘাত হানল ড্রোন। এসময় ফ্লাইটে ১৩২ জন যাত্রী ছিল এবং এটি জেনেভা থেকে ফিরছিল। বিমানটি লন্ডনের হিথরো বিমান বন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় ড্রোনটি আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময়ে ১২টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে।
অবশ্য এ সত্ত্বেও বিমানটি নিরাপদে হিথরো বিমানবন্দরে নামতে পেরেছে। নামার পর পাইলট জানান, বিমানবন্দরের দিকে এগিয়ে আসার সময়ে কোনো বস্তু এয়ারবাস এ৩২০কে আঘাত করেছে; বস্তুটি ড্রোন বলে ধারণা করা হচ্ছে।
হিথরোর এভিয়েশন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এদিকে ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানবন্দরের কাছে ড্রোন ওড়ানোর ঘটনা কোনো ভাবেই মেনে নেয়া হবে না। কেউ যদি এ আইন ভেঙ্গে থাকে তবে তাকে কঠোর শান্তি ভোগ করতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস