সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০১:১৮:৪৭

বন্দুকধারীদের হামলায় নিহত ১৪০, অপহৃত ৩৯ শিশু

বন্দুকধারীদের হামলায় নিহত ১৪০, অপহৃত ৩৯ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার দক্ষিণ সুদান সীমান্তের গাম্বেলা প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৪০ নিহত হয়েছে। হামলাকারীরা অন্তত ৩৯ শিশুকে অপহরণ করেছে বলেও অভিযোগ উঠেছে।

দেশটির যোগাযোগমন্ত্রী গেটাচেউ রেদা হামলার জন্য দক্ষিণ সুদানের মুরলে গোষ্ঠীর লোকজনকে দায়ী করেছেন। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের পিছু ধাওয়া করে ৬০ জনকে হত্যা করেছে।

২০১৩ সালে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে বরখাস্ত করেন। এতে দেশটির দুই নেতার অনুসারীদের মধ্যে লড়াই শুরু হয়ে তা গৃহযুদ্ধের রূপ নেয়। তখন দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসা কয়েক হাজার শরণার্থীকে আশ্রয় দেয় ইথিওপিয়া।

বর্তমানে একটি শান্তিচুক্তির অধীনে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্দেশ্যে মাচারের দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ফেরার কথা রয়েছে।

মন্ত্রী রেদা জানন, দক্ষিণ সুদানের সরকার বা বিদ্রোহীদের সঙ্গে হামলাকারীদের কোনো ধরনের সম্পর্ক আছে বলে মনে করছেন না তারা। গাম্বেলা প্রদেশে গোষ্ঠীগত দ্বন্দ্বের ইতিহাস আছে এবং এখানে মাচারের নিজের নুয়ের নৃগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে।

গবাদিপশু লুট করার জন্য মুরলে গোষ্ঠী আগেও গাম্বেলায় হামলায় চালিয়েছে বলে অভিযোগ আছে, তাছাড়া নিজেদের সংখ্যা বাড়াতে গোষ্ঠীটি শিশু চুরি করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে